নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

85

পটিয়া ইসলামিক ফ্রন্ট প্রার্থী এ এম মঈন উদ্দীন চৌধুরী : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম বলেছেন, দেশের অপরাপর উপজেলা সমুহের চেয়ে অপেক্ষাকৃত অনেক বড় উপজেলা এ পটিয়া। এখানকার প্রান্তিক এলাকা সমূহের অধিকাংশই এখনও উন্নয়ন বঞ্চিত। উপরন্তু এমন কিছু এলাকা রয়েছে যেখানে অসংখ্য মানুষ মানবেতর জীবনযাপন করে থাকে। বিশেষতঃ অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সাধারণের দুর্ভোগ ও ভোগান্তির কোন অন্ত নেই। তাই নির্বাচিত হলে উপজেলার প্রান্তিক এলাকার যোগাযোগ ব্যবস্থা তথা ভৌত অবকাঠামোর উন্নয়নে বলিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে বলে অঙ্গিকার ব্যক্ত করে তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে চেয়ার প্রতীকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহবান জানান। গত ১৯ ডিসেম্বর বিকেল ৩টায় পটিয়া থানাধীন ফকিরা মসজিদ বাজার, জিরি, গোরনখাইন ও বুধপুরা বাজারে গণসংযোগকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এসময় তাঁর সাথে ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ মাওলানা কাজী জসিম উদ্দীন, মাওলানা সাইফুল্লাহ, আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীন মক্কা শাখার সভাপতি আলহাজ মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, মাওলানা মুরশেদুল হক কাদেরী, মাওলানা আবদুন নুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলার সহ সভাপতি জামাল উদ্দীন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আলহাজ হারেছ উদ্দীন দৌলতী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আলম, হাফেজ মুহাম্মদ মোরশেদ, মুহাম্মদ ইব্রাহিম খলিল, মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ তারেকুল ইসলাম তানিম প্রমুখ। এসময় বিভিন্ন পেশাজীবি ও অসংখ্য সাধারণ মানুষ তাকে চেয়ার প্রতীকে ভোট প্রদানের আশ্বাস দেন।
সাতকানিয়া নৌকা প্রতিকের পক্ষে মুক্তিযোদ্ধারা : মুক্তিযোদ্ধার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন এ শ্লোগানে গত ১৯ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়া ইউনিট কমান্ড এর উদ্দ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভীর পক্ষে প্রচারনার শুভ উদ্বোধন করা হয়। এ সময় সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি’র সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার মিলন কুমার ভট্টাচার্য্য’র সঞ্চালনায় সংক্ষিপ্ত অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার এ. কে এম সরোয়ার কামাল (দুলু), সহকারী কমান্ডার (প্রচার) মো. নাজির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধাদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর সম্পাদক হুমায়ন কাদের, ক্রীড়া সহকারী কমান্ডার নুরুল ইসলাম, ইউনিয়ন কমান্ডারদের মধ্যে পরিমল দত্ত, মোহাম্মদ শফী, রনজিৎ কুমার দাশ, বীর মুক্তিযুদ্ধা সার্জন আবু তাহের, মনোরঞ্জন দাশ, বাদল বৈদ্য প্রমুখ।
বোয়ালখালীতে ইসলামী ফ্রন্ট প্রার্থী স উ ম আবদুস সামাদের গণসংযোগ: সুন্নাত ওয়াল জামাত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী স উ ম আবদুস সামাদ মোমবাতি প্রতীকে ভোট চেয়ে বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গতকাল ১৯ ডিসেম্বর তিনি গোমদন্ডী ফুলতল, পূর্ব কালুরঘাট, বানু মেম্বার টেক, মনার বাপের টেক, জমাদার হাট, পশ্চিম গোমদন্ডী উচ্চ বিদ্যালয়, টেক্সঘর, সিপাহী ঘোনা, জানে আলম উচ্চ বিদ্যালয়, শাকপুরা চৌমুহনী বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সভাপতি স.ম এনামুল হক, পৌরসভার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, উপজেলার সহ-সভাপতি মো. শাহ আলম, পৌরসভার সহ-সভাপতি মো. ইব্রাহিম সওদাগর, উপজেলার আলম খাঁন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আকতার হোসাইন তালুকদার, পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা আবু নাছের জিলানী, চাঁন্দগাও থানা যুবসেনা সভাপতি আবদুল হামিদ রজভী, ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণ’র প্রচার সম্পাদক আবদুল খালেক, যুবসেনা বোয়ালখালী পৌরসভার সভাপতি মো. নাছের, সাধারণ সম্পাদক মো. সেকান্দর মিয়া, ইসলামী ফ্রন্ট পৌরসভার প্রচার সম্পাদক আবু তালেব, ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির অর্থসম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মো. শাহাব উদ্দীন ও ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মো. মামুন মেম্বার।
পটিয়ায় নুরুচ্ছফা সরকারের প্রচারণা : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুচ্ছফা সরকার পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। পটিয়াসহ দেশের উন্নয়ন চাইলে লাঙ্গলে ভোট দিন। তিনি বলেন, পল্লীবন্ধুর হাত ধরেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। গত ১৬ ডিসেম্বর (রবিবার) দিনভর উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডালগাঁও, হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই, পাচুরিয়া, কোলাগাঁও ইউপির নলান্ধা, সফর আলী মুন্সির হাট, বাদামতলসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী নিয়ে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন লাঙ্গল প্রতীকের প্রার্থী ও দক্ষিণ জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুচ্ছফা সরকার, জেলা জাপার সহ অর্থ সম্পাদক মাহদুল্লাহ বেঙ্গল, পটিয়া জাপার সভাপতি মো. হান্নান চৌধুরী, পটিয়া উপজেলা জাপার সহ-সভাপতি ফরহাদুল ইসলাম বাবুল, নুর আলী সওদাগর, হাজী নুরুল ইসলাম সওদাগর, আজিজ মিয়া সওদাগর, মো. কাশেম, মো. রুবেল, পটিয়া পৌরসভা জাপার সেক্রেটারি এটিএম শাহাদাত ইসলাম, জসিম উদ্দীন বাবর, রুবেল, এমরান হোসেন মুন্না, রুবেল খাঁন মহানগর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক এম. আজগর আলী, মো. ইদ্রিস, ইমরান, আবদুস শুক্কুর প্রমুখ। গণসংযোগকালে জাপার প্রার্থী নুরুচ্ছফা সরকার আরো বলেন, দলীয়ভাবে তাকে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন দিয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে পটিয়ার উন্নয়নকে আরো গতিশীল করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সময়েও পটিয়াতে দৃশ্যমান উন্নয়ন হয়েছিল। ওই উন্নয়নের চিত্র আবারও পটিয়াবাসী দেখতে চাইলে লাঙ্গল মার্কায় ভোট দিন।
ফটিকছড়ির সাইফুদ্দিন : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত হলে অবহেলিত যোগাযোগ ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এ আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী। তিনি বলেন, এখানে যোগাযোগ ব্যবস্থা একেবারেই অনুন্নত। তিনি গত বুধবার বিকেলে উপজেলার বক্তপুর, শান্তিরহাট, আজাদী বাজার, ধর্মপুর, আবদুল্লাহপুর, কমিটি বাজার, জাহানপুর, সৈয়দ বাজার, বৌদ্ধমন্দির এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন। এ সময় তিনি আজাদী বাজার এবং বক্তপুরে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। তিনি বলেন, বিগত সময়ে দু-বছর পর পর বন্যায় ক্ষতিগ্রস্থ অভ্যন্তরিন সড়কগুলোর মেরামত এবং সংস্কার না করায় জনগনের দুর্ভোগ চরমে পৌঁচে। অথচ সরকার সারাদেশের মত ফটিছড়িতেও গ্রামীন অবকাঠামো উন্নয়নে ব্যাপক বরাদ্দ দিয়েছে। অপরদিকে, উপজেলার ৭ লাখ মানুষের চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা সদরের ২০ শয্যা হাসপাতলে নামে মাত্র ভবন নির্মিত হলেও চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল। চিকিৎসা ব্যবস্থার অউন্নয়নকল্পে উপজেলার উত্তর এবং দক্ষিণে দুটি মাতৃসদন হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, নির্বাচিত হলে উপজেলার এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। এর আগে সকালে তিনি উপজেলার পাইন্দং, ভুজপুর, নারায়নহাট, দাঁতমারা, নেপচুন চা-বাগান এলাকায়ও ব্যাপক গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের নেতা এইচএম মনজুরুল আনোয়ার চৌধুরী, এস.এম জাহাঙ্গীর আলম, মুহাম্মদ শাহজালাল, হোসেন উদ্দিন, এইচ.এম ফিরোজ, শহীদুল্লাহ কায়সার, তারেক হোসেন, মাস্টার মুহাম্মদ ফয়েজ, মামুন উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি