নির্জন সৈকত, শূন্য হোটেল: বোমা হামলার ধাক্কা শ্রীলঙ্কার পর্যটনে

46

দুই সপ্তাহ আগে একাধিক আত্মঘাতী বোমা হামলায় আড়াইশর বেশি মানুষ নিহত হওয়ার পর পর্যটকরা মুখ ফিরিয়ে নেওয়ায় শ্রীলঙ্কার ৪৪০ কোটি ডলারের পর্যটন খাতে জোর ধাক্কা লেগেছে। শ্রীলঙ্কার একটি স্বল্প পরিচিত ইসলামি গোষ্ঠীর সন্দেহভাজন হামলাকারীরা ইস্টার সানডেতে বেশ কয়েকটি গির্জা ও অভিজাত হোটেলে হামলা চালিয়ে দেশি-বিদেশি ধর্মানুরাগী, পর্যটক ও তাদের পরিবারের সদস্যদের হত্যা করে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটও (আইএস) পরে ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। আরও সন্ত্রাসী হামলা হতে পারে এমন শঙ্কায় বিশ্বের বিভিন্ন অংশের পর্যটকরা হোটেল ও ফ্লাইট বুকিং বাতিল করায় শ্রীলঙ্কার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ও এর কর্মীরা বিপাকে পড়েছেন।
দেশটির জিডিপির ৫ শতাংশ পর্যটনের ওপর নির্ভরশীল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ‘পর্যটন খাতের পাশাপাশি অর্থনীতির জন্যও এটা বড় ধরনের ধাক্কা। অর্থনীতির সমৃদ্ধির জন্যই হামলার আগে পর্যটন যেখানে ছিল সেখানে ফিরিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ,’ বলেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বিডিনিউজ