নিজের পরিবর্তনের মাধ্যমে দেশ ও জাতির পরিবর্তন করতে হবে

86

দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক বলেছেন, নিজের পরিবর্তন আনলে সমাজ-দেশ পরিবর্তন হবে। আমাদেরকে বর্তমান নিয়ে বেশী বেশী ভাবতে হবে। এতেই সুন্দর ভবিষ্যত বিনির্মাণ হবে। তাতে কোনো সন্দেহ নেই। সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাব এস.রহমান হলে চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট এর ২৪তম মেধাবৃত্তি সনদ বিতরণ ও নতুন আজীবন সদস্য সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট এর চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মো: ইসকান্দর আলী চৌধুরী এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট এর নির্বাহী পরিচালক সিরাজুল করিম মানিক এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাশিয়ান ফেডারেশান চট্টগ্রামের অনারারী কনসাল স্থপতি আশিক ইমরান, প্রাক্তন যুগ্ম সচিব, মাসিক চাটগাঁ ডাইজেস্ট এর প্রধান সম্পাদক প্রফেসর ড. জয়নাব বেগম, হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ মির কফিল উদ্দিন, ইসলামিয়া ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. রেজাউল কবির। এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান ডা. শাহানা বেগম, অধ্যাপক হারুন-উর রশীদ, মোহাম্মদ হারুন শেঠ, প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুরী, প্রকৌশলী রুহুল আমিন, জাহাঙ্গীর আলম, সাইফুদ্দিন আহমদ সাকী। এ অনুষ্ঠানে ট্রাস্ট এর দাতা সদস্য কাউসার জামাল সহ ১৪ জন নতুন আজীবন সদস্যদেরকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ দেয়া হয়। এছাড়া আজীবন সদস্য স্থপতি আশিক ইমরান রাশিয়ান ফেডারেশান চট্টগ্রামের অনারারী কনসাল নিযুক্ত হওয়ায় ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। এ অনুষ্ঠানে অভিষিক্ত নতুন আজীবন সদস্যরা হলেন-লায়ন নজমুল হক চৌধুরী, সাইফুদ্দিন আহমদ সাকী, এম. সাইফুল্লাহ মনসুর, মোহাম্মদ আলাউদ্দিন, প্রকৌশলী আহমদ মাঈনুদ্দীন, রেহেনা বেগম, উম্মে হাবীবা আকতার, আল হারুণ সিদ্দিকী, সারোয়ার জাহান লুৎফে আরা রশীদ, মো. জাকির হোসেন ভূইয়া, মো. শাহেদুল হাসান, সাজেদা বেগম, সালেহ আহমদ সুলেমান। বিজ্ঞপ্তি