নিকাহ রেজিস্ট্রার ও কাজী সমিতির দোয়া মাহফিল

32

নিকাহ রেজিস্ট্রার কাজীরা আইন মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত। এই কাজীদের ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা আইনসম্মত নয়। কেননা যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়, তারা জুডিশিয়াল নন। তাই এখানে আইনের সংকট তৈরি হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই নিকাহ সেক্টরের বিষয়ে দৃশ্যমান ভূমিকা নেওয়া উচিত। গত ১২ সেপ্টেম্বর দুপুর ১২টায় নগরের জিইসি মোড়স্থ একটি হোটেলে মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও কাজী সমিতি চট্টগ্রামের উদ্যোগে করোনা প্রাদুর্ভাবে মৃত্যুবরণকারী কাজীদের স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিলপূর্ব স্মরণসভায় সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জজ কোর্ট আইনজীবী এডভোকেট এ এম জিয়া হাবীব আহসান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাজী ফজলুর রহমানের সভাপতিত্বে ও কাজী মাওলানা এম এ হান্নান জিলানীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন কাজী মাওলানা আবুল কাশেম নিজামী। বিশেষ অতিথি ছিলেন কাজী মাওলানা সৈয়দ মো. জুবায়ের, কাজী মাওলানা মোজাম্মেল হক চৌধুরী। বক্তব্য দেন অধ্যক্ষ কাজী মাওলানা মাহমুদুল হাসান, কাজী মাওলানা নিজামুদ্দিন, কাজী মাওলানা ছাদেক হাছান, কাজী মাওলানা নুরুল হুদা, কাজী মাওলানা মোহাম্মদ জাফর, কাজী মাওলানা আবুল কালাম আজাদ, কাজী মাওলানা আমিনুদ্দিন, কাজী মাওলানা মো. জাহেদ প্রমুখ। বিজ্ঞপ্তি