নিওনেটলজি কনফারেন্স শুরু কাল

40

বাংলাদেশ শিশু বিশেষজ্ঞ সমিতি বা বিপিএর আয়োজনে চট্টগ্রামে প্রথম রিজিওনাল কনফারেন্স অন নিওনেটলজি (নবজাতক বিদ্যা) অ্যান্ড ওয়ার্কসপ আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ।
সংবাদ সম্মেলনে বলা হয় রবিবার সকালে চট্টগ্রাম ক্লাবে এ কনফারেন্সের উদ্বোধন ও সেমিনার এবং সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ সময় প্রফেসর ঝুলন দাশ শর্মা, ডা. সুশান্ত বড়ুয়া, ডা. চৌধুরী চিরঞ্জীব, ডা. মারুফুল কাদির, ডা. আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিপিএ দেশের শিশু বিশেষজ্ঞদের সংগঠন, যা সব সময় জনগণের কল্যাণ ও চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধনে কাজ করে। সে লক্ষ্যে দেশি-বিদেশি সেরা চিকিৎসাবিজ্ঞানী ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় ও কৌশল আদান-প্রদানে ভূমিকা রাখে।
এবারের সম্মেলনে ভারতের দিল্লি, চন্ডীগড়, হায়দ্রাবাদ এবং দেশের স্বনামধন্য চিকিৎকরা তাদের মূল্যবান অভিজ্ঞতা তুলে ধরবেন বিভিন্ন বিষয়ভিত্তিক উপস্থাপনার মধ্য দিয়ে।