নিউ ঝাউতলা প্রাইমারি স্কুলে শিক্ষাসহায়ক সামগ্রী বিতরণ

111

৩৪টি রোটারি ক্লাব রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং, এরিসটোক্রেট, বে-ভিউ, বেঙ্গল সিটি, কমার্সিয়াল সিটি, কসমোপলিটর, সিটি, ডাউনটাউন, এলিট, ইস্ট, এলিগেন্স, গ্রীন ভিউ, হেরিটেজ, চিটাগাং হিলটাউন, চিটাগাং হিলসিটি, চিটাগাং হারবার, ইসলামাবাদ, লেক ভিউ, খুলশী, মেরিন সিটি, মহানগর, মিডসিটি, নর্থ, ওশান ব্লু, পাইওনিয়ার, পার্ল, পোর্ট সিটি, রয়েল, রোজ গার্ডেন, সুগন্ধা, সাউথ, সাগরিকা এবং চিটাগাং ভিক্টোরি-এর উদ্যোগে গত রোববার দুপুরে নিউ ঝাউতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা শিপ্রা পাল, রোটারিয়ান পিপি হাসিনা আকতার লিপি, রোটারিয়ান পিপি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, ইস্ট এর কোষাধ্যক্ষ লে. কর্ণেল (অব.) এবিএম জয়নুর রশীদ, রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়ার এর প্রেসিডেন্ট সুদীপ কুমার, রোটারী ক্লাব অব চিটাগাং হেরিটেজ এর প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মাঈনউদ্দিন, রোটারী ক্লাব অব চিটাগাং হিলটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান দেবদুলাল ভৌমিক, চিটাগাং ইস্টের প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ সুমন রহমান চৌধুরী সহ ৩৪টি ক্লাবের রোটারিয়ান সদস্যবৃন্দ। এ উপলক্ষে আলোচনা পর্বে বক্তারা বলেন, এই প্রথম কর্ণফুলী জোনের ৩৪টি ক্লাবের যৌথ উদ্যোগে চট্টগ্রামের ১০টি বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ এর সমন্বয় কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। এতে করে রোটারিয়ানদের মধ্যে সৌহাদ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। সকলেই মিলেমিশে একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে। অনুষ্ঠানে ষ্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ৮০০ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি