নিউমার্কেট মোড় হবে শহীদ কামাল চত্বর

50

নগরের নিউমার্কেট মোড়কে শহীদ কামাল উদ্দিন চত্বর নামকরণের ঘোষণা দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ কামাল উদ্দিন স্মরণসভা কমিটি আয়োজিত সভায় মেয়র এ ঘোষণা দেন।
১৯৮৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে সহকর্মীকে রক্ত দিয়ে ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান কামাল। তিনি সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদের ২ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও নগর ছাত্রলীগের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
মেয়র বলেন, আজকের ছাত্রলীগ নেতাকর্মী আর বিগত সময়ের নেতাকর্মীদের মধ্যে নৈতিক মূল্যবোধের অনেক তফাৎ দেখা যায়। শহীদ কামাল উদ্দিন বা আমাদের প্রজন্মের নেতাকর্মীরা রাজনীতিকে ব্রত হিসেবে চর্চা করেছে। ত্যাগকেই রাজনীতির মূলমন্ত্র বলে ধারণ করেছেন। এখনকার ছাত্র রাজনীতিতে আসা নেতা-কর্মীরা কয়েক দিন মিছিল স্লোগান দিয়েই ভোগ বিলাসের রাস্তা খুঁজতে থাকে। রাজনীতিকে স্বীয় স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার করতে থাকে। চসিকের আগামী সাধারণ সভায় শহীদ কামাল উদ্দিন চত্বরের প্রস্তাবনাটি অনুমোদনের পর দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান মেয়র। খবর বাংলানিউজের
সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, গোলাম মোহাম্মদ জোবায়ের, মোরশেদ আকতার চৌধুরী, নগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু প্রমুখ বক্তব্য দেন।