নিউজিল্যান্ড ওয়েবসাইটের মানচিত্রে অস্তিত্ব নেই ইসরায়েলের!

24

ইসরায়েল রাষ্ট্রকে বাদ দিয়ে নিউ জিল্যান্ডের সরকারি ওয়েবসাইট ‘ইমিগ্রেশন নিউজিল্যান্ড’ এ মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র প্রকাশিত হওয়ার ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার মুখে এরইমধ্যে মুছে ফেলা হয়েছে ওয়েব পেজটি। ইসরায়েল না থাকলেও ওই মানচিত্রে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব ছিল। ইমিগ্রেশন নিউ জিল্যান্ড হলো নিউ জিল্যান্ডের বাণিজ্য, উদ্ভাবন ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি সংস্থা।
সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ, ট্রাভেল ভিসা ইস্যু করা ও নিউ জিল্যান্ডে অভিবাসন সংক্রান্ত ব্যবস্থাপনার কাজগুলো করে থাকে এটি। সংস্থাটির নিউ জিল্যান্ড ইমিগ্রেশন নামে একটি ওয়েবসাইট রয়েছে।