নিউজিল্যান্ডে শেষ ম্যাচে রেকর্ড গড়ে জিতল টাইগার যুবারা

20

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চার ম্যাচ শেষেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পঞ্চম ম্যাচটি তাই ছিল নিয়মরক্ষার। আর এ ম্যাচে রেকর্ড গড়েই ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগার যুবারা।
এতদিন ধরে যুব ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিলো ৩০৭ রান। প্রায় ৯ বছর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের নেপিয়ারে এই সংগ্রহ করেছিলেন মুমিনুল হকরা।
সেই রেকর্ড ভেঙে দিয়ে গতকাল নিউজিল্যান্ডের ৩১৭ রানের সংগ্রহ পেয়েছে আকবর আলির দল। যুব ক্রিকেটে এটিই এখন বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
রেকর্ডগড়ার ম্যাচে জয়ের ব্যবধানটাও বেশ বড়। নিউজিল্যান্ডের যুবারা ৩৮ বল বাকি থাকতেই ২৪৩ রানে অলআউট হয়ে গেলে ৭৩ রানের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের তৃপ্তি নিয়েই দেশে ফিরবে বাংলাদেশের যুবারা।
শেষ ম্যাচে বাংলাদেশের বড় সংগ্রহ পাওয়ার পেছনে রয়েছে সকলের সম্মিলিত অবদান। ওপেনার তানজিদ হাসান তামিম ব্যতীত আর কেউই ফিফটি পেরুতে পারেননি। তবু দলের সংগ্রহ পৌঁছেছে ৩১৬ রানে। দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ মাত্র ৫৯ বলে ১১ চার ও ২ ছয়ে করেন ৭১ রান।
আর কেউ ফিফটি না পেলেও তানজিদের উদ্বোধনী সঙ্গী পারভেজ হোসেন ইমন ৫৫ বলে ৪৮, মিডলঅর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন ৬৯ বলে ৪৮ এবং অভিষেক দাস ৩৬ বলে করেন ৪৮ রান। এ চারজনের ব্যাটে ভর করে রেকর্ডগড়া সংগ্রহ পায় বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে টাইগার যুবা শরীফুল ইসলামের বোলিং তোপে পড়ে কিউইরা। যুব ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করেন বাঁহাতি পেসার শরীফুল। এছাড়া রাকিবুল হাসান নেন ২ উইকেট।