নাহার এগ্রো প্রফেশনাল গল্ফ টুর্নামেন্ট সম্পন্ন

38

চার দিন ব্যাপী দ্বিতীয় নাহার এগ্রো প্রফেশনাল গল্ফ টুর্নামেন্ট গতকাল ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে সম্পন্ন হয়। এই টুর্নামেন্টে দেশ সেরা ৭৩ জন প্রফেশনাল, অ্যামেচার ১৪ এবং আরএন্ডএ এর ০১ জন সহ মোট ৮৮ জন অংশগ্রহণ করেছে। গতকাল বিকালে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মিলিটারী অ্যাকাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল আনোয়ারুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন রকিবুর রহমান টুটুল, ব্যবস্থাপনা পরিচালক, নাহার এগ্রো গ্রুপ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাহের জামিল চৌধুরী, সহ-সভাপতি, বাংলাদেশ প্রফেশনাল গল্ফ অ্যাসোসিয়েশন, ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসানুল হক মিয়া (অব:), সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রফেশনাল গল্ফ অ্যাসোসিয়েশন, ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামসুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট (গল্ফ) মীর্জা সালমান ইস্পাহানী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফরিদউদ্দিন, গল্ফ ক্যাপ্টেন লিয়াকত আলী চৌধুরী সহ উধর্বতন কর্মকর্তাবৃন্দ। টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে মোট প্রাইজমানি ১০ লক্ষ টাকা প্রদান করা হয়। টুর্নামেন্টে পার থেকে ০৪ বেশী খেলে মোঃ এস এইচ সোহেল উইনার হয়ে ১,৩৫,০০০/- প্রাইজমানি, পার থেকে ০৮ বেশী খেলে মোঃ রাসেল রানার আপ হয়ে ৮৫,০০০/- টাকা প্রাইজমানি পান এবং পার থেকে ০৭ বেশী খেলে মোঃ শমরাট অ্যামেচার চ্যম্পিয়ন হয়।