নালাপাড়া দরবার জিলানী শরীফে মিলাদ মাহফিল

49

উত্তর নালা পাড়া, দরবারের জিলানী শরীফে পবিত্র ফাতেহা ইয়াজ দাহম উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল ৩ জানুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মাহাফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীল শাহ সুফী মোহাম্মদ জুনায়েদ (ম.জি.আ)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দরবারের প্রধান খাদেম মোহাম্মদ আ.ন.ম. গোলাম মর্তুজা। অনুষ্ঠানসুচীর মধ্যে ছিল বাদ জোহর থেকে খত্মে কোরআন, খত্মে ইউনুছ, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ। মুনাজতে নতুন সরকার ও দেশের জন্য এবং জাতীর উন্নয়নের জন্য দোয়া করা হয়। বক্তব্য রাখেন শাহ সুফী মোহাম্মদ জুনায়েদ (মজিআ), সঙ্গীত পরিচালক শেখ নজরুল ইসলাম মাহমুদ ও অন্যান্য ওলমায়ে কেরাম এবং ইসলামী চিন্তাবিদগন। আনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয ছাত্র শেখ আনিসুল ইসলাম মাহমুদ। বক্তারা বলেন পবিত্র ফাতেহা ইয়াজ দাহম মুসলিমদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়ান সাব কন্টিনেন্টের বাগদাদ নগরীতে জন্ম নিয়েছিলেন অলিকুল সম্রাট শেখ আবদুল কাদের জিলানী। ১১ই রবিউস সানি তার ওফাত দিবস। এই উপমহাদেশে আমরা ইসলাম ধর্ম পেয়েছি আওলিয়া দরবেশদের মাধ্যমে। আমাদেরকে কোরান ও সুন্নাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং মহানবী প্রদর্শীত ও আউলিয়া কেরাম অনুসৃত পথ অনুসরণের মাধমে তাকওয়া অর্জন করতে হবে এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা, গোত্রে গোত্রে ফ্যসাদ সৃষ্টি না করা, প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। মোনাজাত পরিচালনা করেন শাহ সুফী মোহাম্মদ জুনায়েদ (মজিআ)। অনুষ্ঠানে হামদ নাত পরিবেশন করেন শেখ তৈয়বুল ইসলাম মাহমুদ ও ব্যাংকার মাহাম্মদ মিরাজ। বিজ্ঞপ্তি