নারী কল্যাণ মঞ্চের প্রতিবাদী মানববন্ধন

80

নারী কল্যাণ মঞ্চের সদস্য ও শিানবীশ আইনজীবী সামিয়া কুদ্দুসের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত ১৭ জানুয়ারি বিকেল ৪ টায় চট্টগ্রাম প্রেস কাবের সামনে নারী কল্যাণ মঞ্চের আহবায়ক আরিকা মাইশার সভাপতিত্বে এড. দিলরাবী আজিজের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা এড. মোহাম্মদ ইকবাল হোসাইন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক পাঠাগার সম্পাদক এড. আবদুল কাইয়ূম ভুঁইয়া, বর্তমান আই টি সম্পাদক এড. মো. রাশেদুল আলম, মহানগর মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. রোকসানা আকতার, দণি জেলা মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিলুফার জাহান, দণি জেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহবায়ক এড. কামেলা খানম রূপা, এড. এস এম অহিদুল্লাহ, এড. হাবিব উল্লাহ রুমি, শিশু সাহিত্যিক এড. ওবায়েদ সমীর, এড. মো: জাহিদুল ইসলাম চৌধুরী, এড. শফিউল আজম বাবর, এড. রূপম রায়, এড. আফজাল হোসেন, এড. সরোয়ার কামাল রাসেল, এড. ইমাম উদ্দিন, এড. শ্যামলী চৌধুরী, এড. সৈয়দা নাসরিন আক্তার, নারী কল্যান মঞ্চের সদস্য নিশু চৌধুরী ও তাহেরা আক্তার, আব্দুর রাজ্জাক রুবেল, আরিফুল হক তাইফ প্রমুখ। প্রতিবাদী মানববন্ধনে বক্তারা অবিলম্বে সামিয়া কুদ্দুসের ওপর হামলাকারীদের গ্রেপ্তার পূর্বক বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সমাজে নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান। বিজ্ঞপ্তি