নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : পেয়ারুল

11

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় সেলাই কাটিং এর ৪টি ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।
এটিএম পেয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এদেশের একজন নারীও যেন অসহায় না থাকে। তিনি নারীর ক্ষমতায়ন চান। নারীরা অপরের দয়া-দাক্ষিণ্যের জন্য বসে থাকবে না। তিনি চান পরনির্ভরশীল না থেকে নারীরা স্বাবলম্বী হবে। সে লক্ষ্য নিয়ে আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি। সমাজের মূলস্রোতে নারীদের অংশগ্রহণ যত বাড়বে জাতি হিসাবে আমরা তত সামনে এগুতে পারব। দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছেন। সকলকে দক্ষতা অর্জন করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি