নারীকে পিছিয়ে রেখে সমাজের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়

96

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি বিজয়া সেন বলেছেন, নারীরা সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। দু’টো চাকার একটি বিকল হলে যেমন সাইকেল চলে না, তেমনিভাবে নারীকে পিছিয়ে রেখে সমাজের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। আমাদের মা-মেয়েদের শিক্ষায় ও যোগ্যতায় অনন্য হওয়া চাই। দেশের প্রকৃত অগ্রগতি চাইলে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন করতে হবে। তিনি গত ৮ মার্চ নারী দিবস উপলক্ষে নগরীর চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে গীতাঞ্জলি মাতৃ সম্মেলনে (গীমাস) আয়োজিত মা সম্মাননা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আয়োজক উপ-কমিটির আহবায়ক পম্পী দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অধ্যাপক রূমা পাল চৌধুরী। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন করেন অধ্যাপক কৃষ্ণা দাশ। সংবর্ধিত অতিথি ছিলেন অধ্যাপক পপি সাহা, স্বপ্না রানী ধর, দীপু রানী দাশ, ভুতি বালা দে ও শিপু রানী রুদ্র। সদস্য সচিব প্রিয়াংকা বণিকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নিরুপমা দেবনাথ, সাধারণ সম্পাদক শিল্পী আচার্য, অ্যাড. সুমন কান্তি ধর, স্বরূপা সেন, নিঝুম দাশ, চম্পা চৌধুরী, রেশমী ধর, রোজী চৌধুরী, শিউলি শীল, অর্পা দে, শান্তা বিশ্বাস, নিউটন দত্ত, টিটু দাশ, অনিক চৌধুরী, পীযুষ কান্তি নাথ, রানা নাথ, ধ্রুব দাশ, অর্চিতা আচার্য ত্রয়ী প্রমুখ। শুরুতে গীতাপাঠ করেন পূজা সুশীল। প্রবন্ধ পাঠ করেন প্রিয়াংকা সরকার। পরে মায়েদেরকে কাপড় ও গীতা বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি