নারীকণ্ঠের অনুষ্ঠান

59

‘যদি লক্ষ্য স্থির থাকে, সংগ্রামে অবিচল থাকা যায়,যদি সততা ও নিষ্ঠা থাকে, তবে অবশ্যই একদিন স্বপ্ন বাস্তবায়িত হবে।’ দৃঢ়তার সঙ্গে এমন আশ্বাসবাণী শোনালেন বরেণ্য শিক্ষাবিদ, চট্টগ্রাম কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ও সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রাক্তন যুগ্ম সচিব ড. জয়নাব বেগম। গত শনিবার বিকাল সাড়ে চারটায় নগরের কদম মোবারক গলিতে অবস্থিত মাসিক নারীকণ্ঠ পত্রিকার
‘বরণীয় গুণীজন : জীবনকথা ও কর্মকৃতি’ শীর্ষক নিয়মিত মাসিক আয়োজনে ব্যক্তিগত প্রসঙ্গ ও কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা বর্ণনা করেন তিনি।
নারীকণ্ঠ-র সহকারী সম্পাদক আহমেদ মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারীকণ্ঠ-র উপদেষ্টা, শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া। ড. জয়নাব বেগমের বর্ণাঢ্য জীবন ও কর্মকৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামের ঐতিহ্যবাহী অপর্ণাচরণ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ড. জয়নাব বেগম চট্টগ্রাম কলেজে দীর্ঘসময় অধ্যাপনার পাশাপাশি জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মময় জীবন থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় ও অনুসরণীয় বিষয় আছে।’
শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম-এর অধ্যাপক সালমা রহমান ও ব্রাইট বাংলাদেশ ফোরাম-এর প্রতিষ্ঠাতা-সদস্য ও পরিচালক নাসরিন সুলতানা খানম।
সভাপতির বক্তব্যে নারীকণ্ঠ-র সম্পাদক ও প্রকাশক শাহরিয়ার ফারজানা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ড. জয়নাব বেগম নিরলসভাবে শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকান্ডে স্মরণীয় অবদান রেখে চলেছেন। তাঁর কর্মকৃতি ও অভিজ্ঞতা আমাদের নিরন্তর অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’ খবর বিজ্ঞপ্তির