নারায়ণহাট উন্মুক্ত পাঠাগারের মতবিনিময় সভা

42

নারায়ণহাট উন্মুক্ত পাঠাগার গড়ার লক্ষ্যে পাঠাগারের অস্থায়ী কার্যলয়ে গত শুক্রবার সন্ধ্যায় নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ হারুন অর রশিদ এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নারায়ণহাট ইউনিয়ন যুগ্ম সম্পাদক মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাঁতমারা এবি জেড শিকদার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আহমদ ছাবের। প্রধান বক্তা ছিলেন নারায়ণহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম। বক্তারা বলেন, পুথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে প্রকৃত মানুষ হতে পারে না। গ্রামাঞ্চলের বেশিরভাগ শিক্ষার্থী একাডেমিক জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ থাকে ফলে যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল না পেয়ে হতাশার অতল গহŸরে ডুব দেয়, সেই হতাশা দূর করে আশার ফুল ফুটানোর জন্য এ ধরনের উন্মুক্ত পাঠাগার সময়ের দাবী, যেখান থেকে সর্বস্তরের শিক্ষার্থীরা যেকোনো ধরনের জ্ঞান অর্জন করতে পারবে। বক্তারা আরো বলেন, মাদকমুক্ত ও সু-শিক্ষিত সমাজ গঠনে ইউনিয়ন ভিত্তিক উন্মুক্ত পাঠাগারের বিকল্প নেই। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থী মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
বক্তব্য রাখেন মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ মনির হোসাইন, নিয়াজুল নাঈম, পারভেছ উদ্দীন, মুহাম্মদ জাহেদুল ইসলাম, মুহাম্মদ নাঈম উদ্দীন, শাহাদাত হোসেন, আবু তালেব, ইয়াকুব রেজা, ইয়াছিন উদ্দীন, সাইফুল ইসলাম, মুহাম্মদ সাহেদুল ইসলাম, মুহাম্মদ আবদুস সামাদ, মুহাম্মদ ওয়াহিদুল আলম, মুহাম্মদ আশিক, মুহাম্মদ অভি, মুহাম্মদ ইউনুছ, মুহাম্মদ জামাল, মুহাম্মদ শাহিন প্রমুখ। বিজ্ঞপ্তি