নাবিলার বিশেষ নাটক ‘পোস্টার ৭১’

159

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নির্মিত হলো বিশেষ নাটক ‘পোস্টার ৭১’। ফরিদ উদ্দিন মোহাম্মদের চিত্রনাট্য ও নির্মাণে এর অন্যতম চরিত্রে অভিনয় করেছেন নাবিলা ইসলাম। সঙ্গে ছিলেন মুশফিক ফারহান। নাটকের গল্পে, ফারহানকে দেখা যাবে চারুকলায় পড়া নিম্নমধ্যবিত্ত পরিবারের একজন চাকুরীহীন হতাশ ও বোহেমিয়ান যুবকের চরিত্রে। যে দেশটাকে ভালোবাসে। এক পথ নাটকের অনুষ্ঠানে তার সঙ্গে পরিচয় হয় আবৃত্তি ও থিয়েটার সংগঠক নাবিলার। এরপর দুজনে মিলে একটি অসা¤প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে সাংস্কৃতিক আন্দোলন শুরু করেন। যে আন্দোলনের মূল আদর্শ থাকে শহীদ বুদ্ধিজীবীদের দেশপ্রেম ও আত্মত্যাগ।
নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ জানান, ‘আমি মূলত এই সময়ের প্রেক্ষিতে একটা গল্প বলতে চেয়েছি। আমার গল্পের চরিত্রে নাবিলা ও ফারহান বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার স্বদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে। তারা তারুণ্যের মাঝে ছড়িয়ে দিতে চায় মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের গল্প।’ অভিনেত্রী নাবিলা ইসলাম বলেন, ‘ধন্যবাদ জানাই নির্মাতাকে, আমাকে এ ধরনের একটি গল্পে কাজ করার জন্য নির্বাচিত করায়। আমিও যথাযথভাবে কাজটি করার জন্য নিজেকে তৈরি করেছি। কারণ এটি বুদ্ধিজীবী দিবসের জন্য বিশেষ কাজ, তাই অনেক বেশি সিরিয়াস ছিলাম।’