নাফ নদী থেকে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

38

টেকনাফের নাফ নদী থেকে একটি নৌকাসহ ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল রবিবার ভোরে সাবরাং ইউনিয়নের নাফ নদী এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এই তথ্যটি নিশ্চিত করে বলেন, নাফ নদী পেরিয়ে সাবরাং খালের মুখ নামক স্থানে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার ব্যাপারে তথ্য ছিল। এই খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা পেলে প্যারাবনের দিকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে ইয়াবাগুলো ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি।