‘নাট্যজন সম্মাননা’ পাচ্ছেন মোস্তফা কামাল যাত্রা

131

মঞ্চ নাটকে বিশেষ অবদানের জন্য জাহাঙ্গীরনগর থিয়েটারের ‘নাট্যজন সম্মাননা’ পাচ্ছেন বিশিষ্ট মঞ্চাভিনেতা, মঞ্চ নাটক নির্দেশক, মনো বিশ্লেষক নাটক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের অতিথি শিক্ষক মোস্তফা কামাল যাত্রা। দলটির ৩৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ৬ দিনব্যাপী নাট্য পার্বণ ২০১৯ এর উদ্বোধনী দিন আগামী ৯ মার্চ শনিবার সন্ধ্যা সাতটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ সম্মাননা প্রদান করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যারয়ের উপাচার্য অধ্যাক ফারজানা ইসলাম। চট্টগ্রাম থেকে প্রথম বারের মতো কেউ এ সম্মাননা পাচ্ছেন। মোস্তফা কামাল যাত্রা বিদ্যালয়ের পাঠ শেষ করে ১৯৮৮ সাল থেকেই গ্রæপ থিয়েটার চর্চার সাথে যুক্ত আছেন। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কার্য নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল যাত্রা বর্তমানে গ্রæপ থিয়েটার নাট্যাধারের সদস্য এবং এ পর্যন্ত ‘দাবি’ ‘শিখন্ডী কথা’ ‘স্মৃতি ৭১’, ‘উন্মাদ সাক্ষাৎকার’, ‘বীরাঙ্গনা সাক্ষাৎকার’, ‘ফুলজান’, ‘ভগা কাইন’, ‘কবিয়াল রমেশ শীল’, ‘হিড়িম্বা’, ‘ইউএসটিসি বধ্যভূমি’, ‘পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’, ‘চট্টল পুরান’, ‘চাঁন মনসার কাহন’, ‘মৃচ্ছ কটিক’, ‘চক্ষু দান’, ‘রাইফেল’, ‘লাইলী মজনু,’ ‘মন ভালো চশমা’ প্রভূতি নাটকগুলো নির্দেশনা দিয়েছেন। বিজ্ঞপ্তি

দরসুল কোরআন
মাহফিল
১৫-১৬ মার্চ

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ এর ব্যবস্থাপনায় আগামী ১৫ ও ১৬ মার্চ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ মসজিদ ময়দানে ২দিন ব্যাপী ১৬তম পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গঠিত অর্থ উপকমিটির এক জরুরি সভা উপকমিটির আহবায়ক এস.এম. আব্দুল করিম তারেকের সভাপতিত্বে গত ৪ মার্চ সোমবার, বিকেল ৪টায়, ইমাম ম্যানসনস্থ সংস্থার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন অর্থ উপকমিটির সচিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ প্রধান অধ্যাপক মুক্তার আহমদ, উপ সচিব আহমদ রেজা, মাষ্টার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সুলতানুর রশিদ, নুরুল আবছার কফিল, শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল ইকবাল প্রমুখ। বিজ্ঞপ্তি