নাটক কীভাবে সিনেমা হয় ‘দি ডিরেক্টর’ প্রসঙ্গে পপি

93

টানা ১২ বছর পর আসছে ঈদে মুক্তি পাচ্ছে পপি অভিনীত সিনেমা ‘দি ডিরেক্টর’। তাও আবার প্রেক্ষাগৃহে নয়, এটি সরাসরি মুক্তি দেওয়া হবে ইউটিউব চ্যানেলে! মূলত এমন খবর প্রকাশের পর, বেজায় চটেছেন চিত্রনায়িকা পপি। তিনি এটাকে সিনেমা বলতেই নারাজ! তার দাবি, এটা মূলত নাটক। ২১ মে বিকাল ৪টার দিকে মুঠোফোনে তিনি বলেন, ‘এটা তো কোনও সিনেমা না। টিভির জন্য একটা নাটক ছিল মাত্র। ১২ বছর আগে এর শুটিং করেছিলাম। ঠিক মনেও নেই। এত বছর পর একটা নাটক কীভাবে সিনেমা হয়? একজন শিল্পীকে মেরে ফেলার জন্য এটা একটা ক্রাইম। এগুলো হলো প্রতারণা।’ কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু পরিচালিত আলোচিত ছবি ‘দি ডিরেক্টর’ নানা কারণে গত প্রায় ১২ বছর ধরেই আলোচনায়।
২০০৭ সালে ছবিটির শুটিং শুরু হয়। ২০১৩ সালে সেন্সরে জমা পড়ে। ২০১৫ সালে ছাড়পত্র পায়। অবশেষে ২০১৯ সালের এই ঈদে মুক্তির আলো দেখতে যাচ্ছে ‘দি ডিরেক্টর’। ছবিটির শুটিং শুরুর সময় বেশ আলোচনায় আসেন এর প্রধান দুই পাত্র-পাত্রী মারজুক রাসেল আর পপি। কারণ, তারা প্রথম সিনেমায় জুটি বাঁধেন। এরপর বহুবার ছবিটি আলোচনায় আসে- শুটিং প্যাকআপ, পপিকে নিয়ে মারজুকের গান গাওয়া, সেন্সরবোর্ডে আটকে থাকা, রাজপথে ছাড়পত্রের আন্দোলন, প্রেক্ষাগৃহে মুক্তির বিষয়ে নানা জটিলতা ইত্যাদি বিষয়ের মাধ্যমে। নির্মাতা জানান, সানবিডিটিউব নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ছবিটি মুক্তির আয়োজন চলছে। ‘দি ডিরেক্টর’-এর অনলাইন পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে ‘উই আওয়ার্স ক্রিয়েটিভ ফান্ডিং’ ইনিশিয়েটিভ প্ল্যাটফর্ম (িি.িযিপ.ভঁহফ)। যার মাধ্যমে চলচ্চিত্রটি অনলাইনে দেখার পর দর্শক যদি মনে করেন, এটি তাকে বিনোদিত করেছে, তাহলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনও পরিমাণ অর্থ, যেকোনও দেশ থেকে ডোনেট করতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতিতে এখন শিল্পকর্মের বিনিয়োগ তোলা হচ্ছে। একই ধারায় এবার যুক্ত হচ্ছে বাংলাদেশের ছবি ‘দি ডিরেক্টর’।