নাজিরহাট কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন

109

মহান মুক্তিযুদ্ধের মহৎ চেতনার আলোয় স্নাত হয়ে মানবিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক আদর্শ নাগরিক হিসেবে নিজেকে তৈরি করার ব্রত নিয়ে কলেজের শিক্ষাকার্যক্রমে যুক্ত হবার জন্য নবাগত শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন নাজিরহাট কলেজের অধ্যক্ষ এস.এম নুরুল হুদা। গত ৭ জানুয়ারি উত্তর চট্টলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট কলেজে আয়োজিত ২০১৮-২০১৯ শিক্ষাবর্য়ের ১ম বর্ষ সম্মান শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন করতে গিয়ে তিনি এই আহবান জানান। পৃথক ৩টি ভেন্যুতে যথাক্রমে অধ্যাপক আখতার আলম (হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ), অধ্যাপক জাহাঙ্গীর আলম (রাষ্ট্র বিজ্ঞান ও অর্থনীতি বিভাগ ), অধ্যাপক মো. শাহজাহান (ফিন্যান্স এন্ড ব্যাংকিং ও মার্কেটিং বিভাগ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ক্লাসে অধ্যক্ষ মহোদয় উদ্বোধনী ভাষণে আরো বলেন- আচরণের ইতিবাচক পরিবর্তনের নামই হলো শিক্ষা। অথচ আজকাল এই সত্যকে ভুলে গিয়ে আমাদের উদীয়মান শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ সর্বোচ্চ জিপিএ লাভের প্রতিযোগিতায় হন্য হয়ে ছুটছে। ফলে সংস্কৃতির নানা অনুষঙ্গ থেকে শিক্ষার্থীরা ক্রমে দুরে সরে যাচ্ছে। এই ধরনের আকাক্সক্ষার মধ্যে যান্ত্রিকতা আছে। মানুষ কখনোই যন্ত্র হতে পারে না। তাই নিজের স্বার্থে, পরিবার-সমাজ-দেশ, সর্বোপরি জাতির স্বার্থে আজকের উদীয়মান তরুণ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষায় ভালোফল লাভের পাশাপাশি মানবিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এক্ষেত্রে দেশের বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সৌভাগ্যের বিষয় হলো ছায়াসুশীতল, বহুপ্রজাতির গাছ-গাছালি সুশোভিত ও ওয়াই-ফাইসহ মাল্টিমিডিয়া ক্লাসরুম সমৃদ্ধ শিক্ষার উপযুক্ত চারণভূমি নাজিরহাট কলেজ ঐতিহ্যগতভাবে সেই লক্ষ্যে অবিরত কাজ করে যাচ্ছে। ওরিয়েন্টেশনের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক মি. নাছির উদ্দীন আহমদ চৌধুরী, মি. এস.এম কাউছার, মি. তপন কুমার নাথ, মি. মোহাম্মদ নুরুল আলম, মিসেস মরিয়ম বেগম, মি. কাজী এমদাদুল হক, মিসেস রনিতা দে, মি. মো. ইয়াছিন, মিসেস মৈত্রী রায়, মি. সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, মিসেস মারতুজা সুলতানা, মি. সুকান্ত নন্দী, মি. মোহাম্মদ মহিউদ্দিন, মিসেস ফাহিমাতুন জান্নাত, মি. মোহাম্মদ মনিরুল ইসলাম, মি. আরমানুল হক ফরহাদ, মি. মোহাম্মদ হামিদুল্লাহ, মি. সাইদুল আলম এবং মিসেস শান্তা পাল। তিনটি ভেন্যুতে অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন অধ্যাপক রাজু আহমেদ ও অধ্যাপক ফারহানা হাসান, অধ্যাপক মো. আনোয়ার জাহেদ ও অধ্যাপক তানিয়া সুলতানা এবং অধ্যাপক সৈয়দা উম্মে হালিমা ও অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম। প্রোগ্রামের তত্ত¡াবধান ও সমন্বয় সাধনের দায়িত্ব পালন করেন অধ্যাপক দোলন কান্তি ভট্টাচার্য্য ও লাইব্রেরিয়ান ফরিদ আহমদ।