নাজিরহাট কলেজের প্রতিষ্ঠাতা আফজল আহমদ চৌধুরীর স্মরণসভা

111

নাজিরহাট কলেজের প্রতিষ্ঠাতা মাওলানা আফজল আহমদ চৌধুরীর ১৩ মৃত্যুবার্ষিকী গতকাল ২৪ জানুয়ারি মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরান-খতম, আত্মার মাগফেরাত কামনায় মুনাজাত, দোয়া অনুষ্ঠান ও স্মরণসভা নাজিরহাট কলেজ মিলনায়তনে উদ্যাপন কমিটির আহবায়ক ইমলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক শিরিন আকতারের সভাপতিত্বে কলেজ প্রতিষ্ঠাতা ও তাঁর সহযোগিদের স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন নাজিরহাট কলেজের অধ্যক্ষ এস.এম. নূরুল হুদা এবং বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতার পুত্র ডা. নিজাম মোর্শেদ চৌধুরী, কলেজ গভর্নিং বডির সদস্য মো. আলমগীর মিয়া, মো. শাহজাহান খান ও ডা. মো. শাহাবুদ্দীন। বক্তব্য রাখেন অধ্যাপক অনোমদর্শী বড়–য়া, অধ্যাপক এস.এম. কাউছার, কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র মো. সাইদুল ইসলাম। আলোচনা শেষে মরহুম মাওলানা আফজল আহমদ চৌধুরী ও তাঁর সহযোগীদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিউল আলম শফিনগরী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন অধ্যাপক আনোয়ার জাহেদ। বিজ্ঞপ্তি