নাজিরহাট ও আলীকদমে হোম কোয়ারেন্টাইন না মানায় জরিমানা

52

নাজিরহাট : সরকারি নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ বলার পর ও অমান্য করায় ফটিকছড়িতে সৌদি আরব থেকে দেশে আসা এক প্রবাসীকে গত বুধবার ১৮ মার্চ রাতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সায়েদুল আরেফিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০হাজার টাকা জরিমানা আদায় করেন। জানা যায়, উপজেলার নাজিরহাট পৌরসভার দৌলতপুর পূর্ব ফরহাদাবাদ এলাকার এ প্রবাসী গত ১৬ মার্চ দেশে আসেন। এরপর থেকে তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টেইনে না থেকে ঘর থেকে বের হয়ে হাট-বাজার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহন করতে থাকে। এদিকে খবর পেয়ে ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ মো. বাবুল আকতার তাকে মুটোফোনে ঘর-থেকে বের না হওয়ার এবং হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি তা না মেনে অফিসার ইনর্চাজের সাথে অশোভন আচরন করেন বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদুল আরেফিন। পরে তাকে থানা পুলিশের মাধ্যমে নিয়ে এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ দিন হোম কোয়ারেন্টেইনে থাকার শর্ত সাপেক্ষে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সায়েদুল আরেফিন।
আলীকদম : বান্দরবানের আলীকদমে বিদেশ ফেরত এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার। এসময় হোম কোয়ারান্টাইনে থাকার সুবিধাসহ বিভিন্ন পরামর্শ দেন আলীকদম উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী। গত ১৯ মার্চ সকাল সাড়ে নয়টার দিকে পানবাজার উত্তর পালং পাড়ায় উক্ত প্রবাসীর বাড়ী যান আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদ ইকবাল ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী। এ বিষয়ে ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বিদেশ ফেরত প্রবাসীকে কিছু নিয়ম কানুন মেনে চলার পরামর্শ দিয়েছি। হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছি। নিয়মিত এ প্রবাসীকে পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রবাসীর সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন বলে তিনি জানান। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদ ইকবাল জানান, এক প্রবাসী বাড়ীতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে প্রবাসীর বাড়ীতে গিয়েছিলাম।