নাজিরহাটে উচ্চমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির অপরাধে জরিমানা আদায়

66

করোনাভাইরাসের প্রভাবে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে উত্তর চট্টগ্রামের বৃহত্তম বাজার নাজিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন। গত ২০ মার্চ রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সায়েদুল আরেফিন। এসময় উচ্চমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির অপরাধে কয়েকজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ১লক্ষ ৫৫হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানকৃত ব্যবসায়ীরা হলেন, নাজিরহাট পৌরসভার শফিউল আলমের পুত্র শাহাবুদ্দিন দুলাল, লতু মিয়ার পুত্র কাজী মো. জানে আলম, নুরুল আলমের পুত্র মো. এরশাদুল আলম চৌধুরী ও রবীন্দ্র কুমার শীলের পুত্র ভজন কান্তি শীল। অভিযানে বাজেরর অন্যান্য ব্যবসায়ীদের সঠিক মূল্য রাখার জন্য সতর্ক করেন এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলম, ফটিকছড়ি থানার এস আই মান্নান, বাজার সমিতির নেতৃবৃন্দ, পুলিশ ফোর্স মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।-