নাজিরহাটে আগুনে ২১ বসতঘর পুড়ে ছাই

41

চট্টগ্রামের নাজিরহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ২১টি বসতঘর ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ঝংকার এলাকায় শেভরন ডায়াগনস্টিক সেন্টারের পেছনে লেদু সওদাগর কলোনিতে এ ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ১০ লক্ষাধিক বলে অনুমান করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত সঠিকভাবে নিরুপন করা না গেলেও রান্নার চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাত সাড়ে ১০টার দিকে লেদু সওদাগরের কলোনিতে হঠাৎ আগুন জ্বলে উঠে। স্থানীয়রা
তাৎক্ষণিকভাবে আগুন নিভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। বাঁশ ও গাছযুক্ত টিনশেডের ঘর হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অন্তত ৩০ মিনিট পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসলেও ততক্ষণে কলোনির ২১টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করে অগ্নিদুর্গতরা জানান, কলোনিতে বসবাসরত আমরা অধিকাংশই দিনমজুর। আমাদের নিজস্ব কোন বসতিস্থান নেই বললেই চলে। এমন অগ্নিকান্ডে আমাদের শেষ সম্বলটুকু হারিয়ে আমরা খুবই দুঃখে পড়ে গেলাম।