নাগরিকত্ব আইন না মানলে উত্তর কোরিয়া যান : মেঘালয়ের গভর্নর

25

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতাকারীদের গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়েছেন মেঘালয়ের গভর্নর তথাগত রায়। তার দাবি, গণতন্ত্রে মতভেদ থাকবেই; সেটা কেউ মানতে না পারলে তার উত্তর কোরিয়ায় চলে যাওয়া উচিত। উল্লেখ্য, উত্তর কোরিয়ায় এক দলীয় শাসন ব্যবস্থা জারি রয়েছে।বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। তারপর থেকেই সহিংসতা বেড়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে। প্রতিবাদের আগুনে জ্বলছে আসাম, ত্রিপুরা ও মেঘালয়। শুক্রবার রাতে তথাগত রায় টুইট বার্তায় লিখেছেন, ‘বির্তকের এই পরিবেশে দুইটি জিনিস কখনও ভুলে গেলে চলবে না। প্রথমত এই দেশ একসময়ে ধর্মের নামেই ভাগ হয়েছিল। দ্বিতীয়ত একটি গণতান্ত্রিক ব্যবস্থায় মতভেদ থাকাটা খুবই জরুরি, আপনি যদি এই গণতন্ত্র না চান তাহলে উত্তর কোরিয়াতে চলে যান।’