নাগরিকত্ব আইনের প্রতিবাদে যাদবপুরে ‘স্বতন্ত্র’ সমাবর্তন

18

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতজুড়ে চলা বিক্ষোভে সংহতি প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজ্যের গভর্নর ফেরত যাওয়ার পর আচার্যের আসন শুন্য রেখেই শুরু হয় সমাবর্তনের আনুষ্ঠানিকতা। অনেকেই যোগ দেয় প্রতিবাদী ব্যাচ পরে। ডিগ্রি নেওয়া বর্জন করেন প্রায় ৩০ শিক্ষার্থী। আর ডিগ্রি নিতে উঠে মঞ্চে উঠে নাগরিকত্ব আইন ছিড়ে প্রতিবাদের নজরকাড়া মুখ হয়ে ওঠেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্বর্ণপদক জয়ী শিক্ষার্থী দেবস্মিতা চৌধুরী। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার লিখেছে, প্রতিবাদের নানা ধরণে স্বতন্ত্র হয়ে ওঠে এবারের সমাবর্তন।
সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে প্রকাশ্য অবস্থান নেওয়ায় বুধবার টানা দ্বিতীয় দিনের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে পড়েন পশ্চিমবঙ্গের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনখড়। মঙ্গলবার সমাবর্তনে যোগ দিতে ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হন তিনি। পরে তাকে ছাড়াই আচার্যের আসন শুন্য রেখেই শুরু হয় বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। অনেক শিক্ষার্থীই জানিয়েছেন গভর্নর হাজির হলে তার কাছ থেকে ডিগ্রি নিতেন না তারা।