নাঈম হাসানের ৭ উইকেট, ইমার্জিং টিমের টেস্ট ড্র

13

শ্রীলঙ্কা ও বাংলাদেশের ইমার্জিং টিমের টেস্টে বৃষ্টি বাধায় বৃহস্পতিবার তৃতীয় দিনের অর্ধেকই নষ্ট হয়ে যায়। তাতে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম চার দিনের ম্যাচটি প্রত্যাশিতভাবে ড্র হয়েছে। তবে ৭ উইকেট নিয়ে ঝলক দেখিয়েছেন স্বাগতিক স্পিনার নাঈম হাসান।
১০১ রানে ৪ উইকেট হারিয়ে শুক্রবার খেলা শুরু করে শ্রীলঙ্কা। আর ১৪৩ রানেই বাকি ৬ উইকেট হারায় তারা। ২৪৪ রানে তাদের গুটিয়ে দিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে লিড পায় ১১৬ রানের। এরপর ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১০২ রানে দিন শেষ করে স্বাগতিকরা।
৪০ ওভারে ১৪টি মেডেনসহ ৯৩ রান দিয়ে ৭ উইকেট নেন নাঈম। বাকি তিন উইকেটের দুটি শফিকুল ইসলামের, অন্যটি তানভীরের।
বড় লিড পেলেও দ্বিতীয় ইনিংসের শুরুতে ধাক্কা খায় স্বাগতিকরা। নিশান পেইরিসের বলে ৬৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর জাকির হাসানকে নিয়ে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন সাইফ হাসান। এই ওপেনার সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত ছিলেন। জাকির টিকে ছিলেন ২৫ রানে। সমান রান আসে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তর ব্যাটে।
প্রথম ইনিংসে দলকে ৩৬০ রানের বড় সংগ্রহ এনে দেওয়ার পথে ১৩৩ রান করা শান্ত হয়েছেন ম্যাচসেরা।
আগামী ৩ সেপ্টেম্বর কক্সবাজারে শেষ চার দিনের টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।