নাইক্ষ্যংছড়িতে পুলিশ সেবা সপ্তাহ পালিত

34

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন এ প্রতিপাদ্য নিে গত মঙ্গলবার কালে থানা চত্বরে পুলিশী সেবা সপ্তাহের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিউিনিটি পুলিশিং ফোরামের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (লামা সার্কেল) আবদুস সালাম। এতে বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) জায়েদ নূর, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইকবাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো. শফি উল্লাহ, সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার, জেলা পরিষদ সদস্য ক্যানু অং চাক, প্রেসক্লাবের প্রধান উপদেষ্ঠা মাঈনুদ্দিন খালেদ ও মহিলা নেত্রী সানজিদা আক্তার রুনা। উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মসজিদের ঈমাম, সাংবাদিক, মন্দিরের পুরোহিত, শিক্ষক, জন প্রতিনিধি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার। অনুষ্ঠানে পুলিশ সেবা সপ্তাহ এর অংশ হিসেবে মাদক নির্মূল, অপরাধ, জঙ্গিবাদ প্রতিরোধ, সকল পুলিশিং সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রতি দেন পুলিশ কর্মকর্তাবৃন্দ।