নাইক্ষ্যংছড়িতে নিউট্রিশন প্রোগ্রামিং প্রশিক্ষণ

28

বান্দরবানের পার্বত্য অঞ্চলের দুর্গম জনগোষ্ঠির সচেতনতার মাধ্যমে নিরাপদ পুষ্টি নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২দিনব্যাপী মঙ্গলবার উপজেলা প্রশাসনের টি.টি.সি.আই হলরুমে উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়ে মার্মা সভাপতিত্বে নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ অনুপ্রিধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি। উদ্বোধনকাল তিনি বলেন, পার্বত্য অঞ্চলের পুষ্টি যোগিতে রয়েছে বিশেষ করে শিশু কিশোর ও গর্ভবতি নারীরা। তাদের যথাযথ পুষ্টি নিশ্চিত না হওয়ায় নতুন প্রজন্মের শিশুরা পুষ্টি হীনতার বিভিন্ন রোগে ভোগছে।এ সময় বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের নারীদের পুষ্টি নিশ্চায়নে কুসংস্কার একটি বড় বাধা। এ বাধা প্রতিটি ইউনিয়নের গিয়ে কর্মশালার মাধ্যমে বুঝিয়ে তাদেরকে সচেতন করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুকান্ত কুমার সেন, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বিতীয়ময় চাকমা, প্রেসক্লাবের উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, উপজেলা মৎস ফিল্ড অফিসার মো. আব্দুল্লাহ বাবু, ২৭৬নং মৌজার হেডম্যান মংনু মার্মা, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. শাহ আজিজ,সমবায় কর্মকর্তা শৃজন কুমার বিশাংগ্রী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রিপন মজুমদার, ব্রাক ম্যানাজার সুমন চৌধুরী, দৌছড়ি ইউপি সদস্যা জায়তুন নাহার, কারিতাসের উপজেলা কো-অডিনেটর লাপ্রাড ত্রিপুরা, ফ্যাসিলিটেটর কাঞ্চন মূখী তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় সাংবাদিক মৎস্য বিভাগের কর্মকর্তাসহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যরা দুপুর ৩টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন। প্রথম দিনব্যাপী নিউট্রেশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে ছিলেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. এনামুল হক। উল্লেখ্য, কারিতাস বাংলাদেশ ও উপজেলা পুঁষ্টি সমন্বয় কমিটির (ইউএনসিসি) আয়োজনে প্রশিক্ষণ সহায়তায় লিডারসিপ এনসিউর এড ইউকেট নিউট্রেশন (লীন) প্রকল্পের সহযোগিতায় ১-২ ডিসেম্বর ২দিনব্যাপী এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হচ্ছে।