নাইক্ষ্যংছড়িতে ছাত্রলীগের গাছের চারারোপণ

61

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পরিবেশ রক্ষায় উপজেলা ছাত্রলীগ সভাপতি বদর উল্লাহ বিন্দু ও কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমুর উদ্যোগে এক হাজারের অধিক বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন ও চারা বিতরণ করা হয়েছে। গত শনিবার সকালে নাইক্ষ্যংছড়ি এমএ কালাম সরকারি কলেজ প্রঙ্গনে চারা রোপন এবং ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও নাইক্ষ্যংছড়ি সদরের হাসপাতাল, হাই স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় চারারোপণ করা হয়েছে। এসময় চারারোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএ কালাম সরকারি কলেজের অধ্যক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) কানন চৌধুরী প্রমুখ। কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মমুমিনুল আলম মুমু ও উপজেলা ছাত্রলীগ সভাপতি বদর উল্লাহ বলেন, সবুজে থাকুন সবুজে বাঁচুন জননেত্রী শেখ হাসিনার এ শ্লোগানে জেলা ছাত্রলীগের নির্দেশে এস কাজ করা হচ্ছে। মানুষ ভালো থাকতে হলে গাছ লাগানোর কোন বিল্পন নেই। দূষিত পরিবেশ থেকে মানুষকে সুস্থ রাখার জন্য পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠান চত্ত¡রে এবং বাড়ির আঙ্গিনায় গাছ লাগানোর জন্য উব্দুদ্ধ করা হবে। এ জন্য ছাত্রলীগ ঐক্য হয়ে কাজ করছে।