নাইক্ষ্যংছড়িতে উপকারভোগীর মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ

67

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভিজিডি কার্ডধারী অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূলে চাল বিতরণ করা হয়েছে। ২০১৯ অর্থ বছরের আওয়তায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭৯০ উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ করা হয়। গত রবিবার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিডি কার্ড বিতরণকালে ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, ২৫ হাজার জনগন অধ্যুষিত প্রতিবেশী ইউনিয়নে ভিজিডিভোগীর সংখ্যা ১৮০।
আর নাইক্ষংছড়িতে ভিজিডি দেওয়া হচ্ছে ৭৯০ জনকে। পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপির আন্তরিকতার কারণে জনগণের মাঝে এ বিপুল সংখ্যক কার্ড বিতরণ সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, গ্রামের মানুষ শান্তি আর দু’বেলা দু’মুঠো ভাত খেতে চায়। আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন,দারিদ্র দূরিকরণ, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাসহ আইন-শৃঙ্খলার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যেতে চাই ।
এসময় উপস্থিত ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের সর্বস্থরের নারী-পুরুষ হাত তুলে চেয়ারম্যানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ৫নং ওয়ার্ড মেম্বার ফয়েজ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে ৬নং ওয়ার্ড মেম্বার ফরিদুল আলম,বাদশা আলম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোজাফ্ফর আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বান্দরবানে জেলা শ্রমিক লীগের মতবিনিময় সভা

বান্দরবান প্রতিনিধি
আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বান্দরবান জেলা শ্রমিক লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বান্দরবান জেলা শ্রমিক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভায় প্রতিবারের মত এবারেও বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য সকলের সাথে মতবিনিময় করা হয়। সময় সভায় সিদ্বান্ত গ্রহণ করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ৩ মে শুক্রবার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা শ্রমিক লীগের আয়োজনে বান্দরবানে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। আর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সমাবেশে সভাপতিত্ব করবে জেলা শ্রমিক লীগের সভাপতি মো. মুছা কোম্পানি। আর সঞ্চালনার দায়িত্বে থাকবেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
এসময় সভায় আরো জানানো হয়, আন্তর্জাতিক শ্রমিক দিবসের এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধরা সমাবেশে অংশ নেবে। এ সমাবেশকে সফল করতে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে।

চন্দনাইশে কল্যাণ
ট্রাস্টের ১০ শতাংশ
কর্তন বাতিলে দাবিতে
স্মারকলিপি

চন্দনাইশ প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে এমপিও ভূক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড, কল্যাণ ট্রাস্টের জন্য ১০ শতাংশ কর্তনের প্রজ্ঞাপণ বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন শিক্ষক নেতারা। গত ২৫ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করা হয়।
স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক যথাক্রমে আবুল কালাম তালুকদার, এ এইচ এম সৈয়দ হোসেন, নুরুল কবির চৌধুরী, সেলিম উদ্দীন, বিজয় আনন্দ বড়–য়া, সহকারি প্রধান শিক্ষক কন্তল বড়–য়া, সহকারি শিক্ষক আবুল কাসেম, অসীম চক্রবর্তী প্রমুখ। স্মারক লিপিতে নেতৃবৃন্দ শিক্ষা ক্ষেত্রে সরকারের প্রশংসনীয় ও মহতি উদ্যোগ গুলো তুলে ধরে শিক্ষকদের কল্যাণ ট্রাষ্টের জন্য ১০ শতাংশ কর্তন বাতিলের দাবি জানান।

চন্দনাইশ পৌরসভায় সামাজিক
সংগঠনের সাথে মতবিনিময়

চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, চন্দনাইশ উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আলহাজ আবু আহমেদ জুনুর সাথে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা সমাজকল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৮ এপ্রিল বিকালে মতবিনিময় সভায় বক্তাগণ বলেন, সমাজের নৈতিক অবক্ষয় রোধে তরুণ যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে আরও বেশি এগিয়ে আসতে হবে। জনগণের মাঝে এসব ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দেরও সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রতি যতœবান হতে হবে। সংগঠন উন্নয়নে জেলা পরিষদ হতে এক লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করেন। সংগঠনের সভাপতি জাহেদুল ইসলাম জাহি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য আবু আহমদ জুনু। আলোচনায় অংশ নেন, আ.লীগ নেতা হেলাল উদ্দিন চৌধুরী, শাখাওয়াত হোসেন শিবলী, নাছির উদ্দিন মাহমুদ, বেলাল উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক গোফরানুল হাসিব, সাবেক সভাপতি মো. নাঈম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মো. নোমান, উপদেষ্টা সদস্য মীর মো. জোনায়েত সম্রাট প্রমুখ। চন্দনাইশ প্রতিনিধি