নাইক্ষ্যংছড়িতে ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

21

আমার শরীরের চামড়া দিয়ে মানুষের পায়ে জুতো বানিয়ে দিলেও সদর ইউনিয়নের মানুষের এই ভালোবাসার ঋণ আমি কোনদিন শোধ করতে পারব না। শুক্রবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের কারামুক্ত চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী গণসংবর্ধায় এই কথা বলেন। সংবর্ধিত কারামুক্ত তসলিম ইকবাল আরো বলেন-মানুষের ভালোবাসা আমার মানসিক শক্তি বাড়িয়ে দিয়েছে। এই শক্তি দিয়ে সদর এলাকায় উন্নয়ন অব্যাহত ও মানুষের সেবা করে যেতে চাই। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শুক্রবার বিকেলে রামু রাবার বাগান এলাকায় পৌঁছলে শতাধিক মোটর শোভাযাত্রা নিয়ে জনপ্রিয় চেয়ারম্যান তসলিম ইকবালকে বরণ করে নেন এলাকার সর্বস্তরের মানুষ। সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন শিমুলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন-পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়াই চাক, মো. ইমরান মেম্বার, মেম্বার ফয়েজ উল্লাহ, ইউপি সদস্য আলী হোসেন, ফাহিম ইকবাল চৌধুরী, বদুর উল্লাহ।