নবাগত ফটিকছড়ি ইউএনওকে শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

147

নবাগত ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সায়দুল আরেফিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। গত ২২ মে সাক্ষাৎকালে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ফটিকছড়ির প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা বিষয়ে নবাগত ইউএনকে অবহিত করেন শিক্ষক নেতারা। নবাগত নির্বাহী অফিসার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মুহাম্মদ নুরুল আজম, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন চৌধুরী, গোলাম কিবরিয়া, মো. ইউসুফ, রাতুল বড়ুয়া, আলাউদ্দীন চৌধুরী, জোহরা খানম, শিরিন আকতার, শুক্লা নারায়ন চক্রবর্ত্তী, ফরিদুল আলম, আবু জাফর রেহমান, শাখাওয়াৎ হোসেন, রণজিৎ বড়ুয়া, ফারুখে আজম, তছলিমা আকতার, তাহমিনা বেগম, ওসমান গণি প্রমুখ।

চন্দনাইশের দোহাজারী
ও দেওয়ানহাটে
উচ্ছেদ অভিযান

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদর ও দেওয়ানহাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় দোহাজারী পৌর সদরে প্রায় ৫০টি ভাসমান দোকান ও দেওয়ানহাট এলাকায় ২টি স’মিল উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হয়। জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দখল করে দোহাজারী পৌরসভা সদরে সড়কের উভয় পাশে অসংখ্য ভাসমান দোকান গড়ে উঠে। গত ২২ মে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমার নেতৃত্বে দোহাজারী পৌরসদরে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে দোহাজারী পৌরসদর ও দোহাজারী রেলওয়ে স্টেশন সড়কে প্রায় ৫০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। অভিযানের সময় একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে গত ২০ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আ ন ম বদরুদ্দোজার নেতৃত্বে দেওয়ানহাট এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা বেশকিছু সরকারি জায়গা উদ্ধার করা হয়। অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমাও উপস্থিত ছিলেন। অভিযানের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিবেদিতা চাকমা।

চন্দনাইশে জুয়া আইনে
১০ জনকে জরিমানা

চন্দনাইশে বিভিন্ন এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে পুলিশ ১০ জনকে আটক করে।
গত ১৯ মে থানা পুলিশ প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে বরমার সেবন্দি এলাকার আবুল বশরের ছেলে মো. ইকবাল হোসেন (২৯), আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান (২৫), মৃত নুরুল হকের ছেলে মো. সোলাইমান (৪০), মৃত দুদু মিয়ার ছেলে মনসফ আলী (৪৫), মৃত শমসু মিয়ার ছেলে নরুদ্দীন (২৮)কে আটক করে। অপরদিকে পশ্চিম এলাহাবাদ এলাকায় একই অপরাধে আবদুল মোতালেবের ছেলে. মো. শাহাজাহান (৩২), মৃত সাহাব মিয়ার ছেলে আবদুল খালেক (৫৮), মৃত আবদুল সালামের ছেলে আবদুল করিম (৪৫), শমসুল আলমের ছেলে নুরুল ইসলাম (২৫)-কে আটক করে। আটককৃতদেরকে সহকারী কমিশনার ভূমি নিবেদিতা চাকমা জুয়া আইনে প্রত্যেককে ১০০ টাকা করে ১০০০ টাকা জরিমানা করেন। চন্দনাইশ প্রতিনিধি