নবজাতককে রেখে পালিয়ে গেল স্বজনরা

49

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতক কন্যাকে রেখে পালিয়েছেন স্বজনেরা। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে একদিন বয়সী বিবি উম্মে কুলসুমকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডের ৬৭ নম্বর শয্যায় তাকে রাখা হয়েছে।
হাসপাতালে ভর্তির তথ্য অনুযায়ী, উম্মে কুলসুমের বাবার নাম রবিন এবং ঠিকানা লেখা হয়েছে পাহাড়তলী। ওয়ার্ডের কর্তব্যরত নার্সরা জানিয়েছেন, ওই নবজাত কন্যার সাথে একজন নারী ছিল। পরে তাকে আর দেখা যায়নি। খবর বাংলানিউজের
নিউরোসার্জারি বিভাগের প্রধান নোমান বিন খালেদ বলেন, ‘নবজাত কন্যাটির পিঠে ক্ষতচিহ্ন রয়েছে। তবে সে সুস্থ আছে। অভিভাবকের খোঁজ না পাওয়ায় পাশের শয্যার কয়েকজন নারী তার দেখাশুনা করছেন। পাশাপাশি চিকিৎসক-নার্সরা সার্বক্ষণিক নজর রাখছেন।’
হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, ‘নবজাত কন্যা রেখে স্বজনরা পালানোর খবর জেনেছি। সংশ্লিষ্টদের খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে ২৮নম্বর ওয়ার্ডে এক নবজাতককে রেখে পালায় স্বজনরা।ওই নবজাতকের মা স্বপর্না দাশ ও বাবা সজল দাশ। তার মাথা স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় ও মেরুদন্ডে সমস্যা ছিল। পরে কয়েকবছর চিকিৎসা শেষে তাকে সরকারি ‘মা-মনি’ নিবাসে স্থানান্তর করা হয়।