নন্দীরহাট রামঠাকুর ধামের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

89

নগরীর ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের নন্দীরহাট শ্রী রামঠাকুর ধামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব তিনদিনব্যাপী বিভিন্ন ধর্মীয় মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে গত ১১ মে ধাম প্রাঙ্গণে সম্পন্ন হয়। উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি রনজিত কুমার সেনের সভাপতিত্বে ধর্মসম্মেলনে উদ্বোধক ছিলেন চাক্তাই শ্রী লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি ধর্মানুরাগী অজয় কৃষ্ণ দাশ মজুমদার।
প্রধান অতিথি ছিলেন সীতাকুÐ শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক অঞ্জন শেখর দাশ সিআইপি, চসিক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী, অধ্যাপিকা পপি সাহা। প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত¡বিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন রামঠাকুর ধাম পরিচালনা পরিষদের সভাপতি নির্ম্মল কান্তি দেব। সংগঠক সুব্রাহ মনিয়ম সেনগুপ্ত মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন ধামের কার্যকরি সভাপতি দোদুল কান্তি সেন। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, গীতাপাঠ, অন্নপ্রসাদ আস্বাদন, ধর্মসম্মেলন, শিক্ষা সামগ্রী বিতরণ, ধর্মীয় সঙ্গীতাঞ্জলি, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পীসহ স্থানীয় শিল্পীবৃন্দ। ধর্মসম্মেলনে বক্তারা বলেন, যুগে যুগে মহামানবেরা আর্বিভূত হন সমাজ থেকে অন্যায়, অসত্য ও অসুন্দর দূর করে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে অসা¤প্রদায়িক পৃথিবী রচনার জন্য। মহাপুরুষদের আদর্শ অনুসরণ করলে সমাজে সুন্দর ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বিজ্ঞপ্তি