‘নন্দিত নরকের বন্দনা’ ও ‘জিরো খোকা হিরো’র মোড়ক উম্মোচন

63

তরুণ কবি ও গীতিকার সাইমন নজরুলের কাব্যগ্রন্থ ‘নন্দিত নরকের বন্দনা’ ও কবি ও নাট্যকার মহিউদ্দীন চৌধুরীর কিশোর উপন্যাস ‘জিরো খোকা হিরো’র মোড়ক উম্মোচন করা হয়। গত ২ জানুয়ারি সন্ধ্যায় সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘অক্ষরবৃত্ত’ কার্যালয়ে অনুষ্ঠানে আয়োজন করা হয়। গ্রন্থ দুটি অক্ষরবৃত্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। পাওয়া যাবে একুশে গ্রন্থমেলা ২০১৯ ঢাকা ও চট্টগ্রামে অক্ষরবৃত্ত স্টলে। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতায় কবি ও নাট্যকাররা বিশেষ ভূমিকা রেখেছিল। সমাজ জীবনে সামাজিক মূল্যবোধ, ন্যায়-অন্যায়, প্রেম প্রণয়, আনন্দ-বেদনার ঘাত প্রতিঘাত নতুন স্বপ্নের জিজ্ঞাসা কবি সাইমন নজরুলের কাব্যগ্রন্থ ‘নন্দিত নরকের বন্দনা’ ও মহিউদ্দিন চৌধুরীর কিশোর উপন্যাস ‘জিরো খোকা হিরো’য় উঠে এসেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিশুসাহিত্যিক রমজান আলী মামুন, শিশুসাহিত্যিক ড. সৌরভ সাখাওয়াত, কবি ও প্রাবন্ধিক আরিফ চৌধুরী, কবি ও গীতিকার ফারুক হাসান, গল্পকার আলী আসকর, কবি আহসানুল হক, গবেষক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, কবি ও প্রকাশক আলী প্রয়াস, কবি তাপস চক্রবর্তী, অক্ষরবৃত্ত প্রকাশনের প্রকাশক আনিস সুজন, সাংবাদিক ও প্রাবন্ধিক আকাশ ইকবাল, কবি বিভা ইন্দু, কবি হোসাইন মোস্তফা, অক্ষরবৃত্ত’র নির্বাহী কাজী জোহেব, কবি কামাল হোসেন, সাংবাদিক ইলিয়াছ ইমরুল, প্রাবন্ধিক ফারজানা ফাইজা ও কমল। অনুষ্ঠান শেষে কেক কেটে দুই কবি সাইমন নজরুল ও মহিউদ্দীন চৌধুরীর জন্মদিন উদযাপন করা হয়। বিজ্ঞপ্তি