নতুন বছর এসো

721

পরাজিত সব ইচ্ছারা আবার জয়ী হবে
নগরীতে যত উৎকণ্ঠা সরিয়ে
তখন শুধু তোমাকে ভাববো
সাক্ষী থাক বিষণ্ণ কবিতা
এই তোমার সান্নিধ্য কাব্য
কয়েক শো বার সূর্যাস্ত হেঁটে এসে
দাঁড়াবে যেখানে
ওখানেই দেখবো
গভীর চোখের ডুবন্ত নীল সমুদ্র
সুদিন সব কোমলতা জমা রেখেছে
দূর এক আকাশ থেকে আকাশে
মলিন পাতায় মেলে দেখি
নেমে আসা অপরাহ্ন মিশছে গোধূলির আলো
জমা থাক সব অসংখ্য ঋণ
আগামী দিনে অসংখ্য অসুখ শেষে
অথৈ মৃত্যু হারিয়ে বলবো
নতুন বছর এসো, বৈশাখ এসো হে।