নতুন বইয়ের ঘ্রাণ

87

মায়ের বুকে মুখ লুকিয়ে
পাই যে মায়ের গন্ধ
জানলা গলা হাস্না হেনার
সুবাস তো নয় মন্দ।

সর্ষে ক্ষেতে হলুদ ফুলের
ঝাঁজ লাগে যে নাকে
শিউলিতলা ফুল ছড়িয়ে
হাতছানিতে ডাকে।

চন্দন, ধূপ,মেহেদিপাতার
ভিন্নরকম ঘ্রাণ-
তা’ও বুঝি এক গন্ধ পেতে
প্রাণ করে আনচান।
বছর শুরুর সাথে হলে
নতুন ক্লাসের শুরু
অই দিনে ইশকুলে যেতে
মনটা উড়–উড়–।

নতুন ক্লাসের কঠিন পড়ার
চিন্তাটাকে রুখে-
নতুন বইয়ের মলাট শুঁকে
বুক ভরে যায় সুখে!

বন্ধুরা যেই ঘরে ফিরি
সংগে নতুন বই-
বইয়ের মালিক,আমরা তখন
বিশ্বজয়ী হই।