নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করতে হবে

35

পথশিশুদের নিয়ে গঠিত নৈতিক স্কুলের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গাজী সালেহ উদ্দীনের সভাপতিত্বে গত ২৬ মার্চ দুপুর ১২টায় নগরীর ঝাউতলা খুলশিস্থ বিদ্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সাংবাদিক প্রশান্ত বড়ুয়া, মোরাপত্র লেখক সমাজের সভাপতি কবি সজল দাশ, আবদুল আউয়াল। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক স্কুল কো অর্ডিনেটর রফিকুজ্জামান তৌহিদ, মোঃ আদনান হোসাইন, আসিফ মাহমুদ, সামিউল ইসলাম হাসিব, মাইশা সামান্হা চৌধুরী, রিফায়েত হোসেন, আনোয়ারুল কবির রাহাত, সভায় সভাপতি তার বক্তব্যে বলেন মহান স্বাধীনতা বাঙালী জাতির শ্রেষ্ঠ অর্জন। আমরা পৃথিবীতে একমাত্র জাতি যাদের রয়েছে ৩টি দিবস ভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস। তিনি আরো বলেন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধুর দেশপ্রেম আর আত্মত্যাগের ইতিহাস জানাতে হবে। কোন রকম ভুল ও বিভ্রান্তিমূলক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে বলা যাবেনা। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর খাদ্য, বাসস্থান, শিক্ষা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতকরণে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি