নতুন নিয়মকে স্বাগত জানালেন ফেদেরার

28

আগামী ১৪ জানুয়ারি থেকে মেলবোর্নে শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম লড়াই অস্ট্রেলিয়ান ওপেন। আসন্ন আসরে প্রথমবারের মত জয়ী খেলোয়াড় নির্ধারণে শেষ সেটে টাই ব্রেক নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তারকা খেলোয়াড় রজার ফেদেরার ও অ্যাঞ্জেলিক কারবার বেশ সতর্কতার সাথে বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। দুই খেলোয়াড় শেষ সেটে ৬-৬ গেমে সমতায় থাকলে সেট নির্ধারণীতে প্রথাগত নিয়ম ভেঙ্গে টাই ব্রেকে নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। শেষ সেটে টাই ব্রেকে জয়ী হতে হলে কোন একজনকে অন্তত দুই পয়েন্টের ব্যবধানে ১০ পয়েন্টে পৌঁছাতে হবে। অস্ট্রেলিয়ান ওপেনে চালু হবার মাধ্যমে তিনটি গ্র্যান্ড স্ল্যামে এখন এই নিয়ম ব্যবহৃত হবে। ব্যতিক্রম থাকছে কেবল ফ্রেঞ্চ ওপেনে। নতুন নিয়মের কারণে ফাইনাল সেটে ম্যারাথন গেমগুলো এখন আর দেখা যাবে না। অস্ট্রেলিয়ান ওপেনে হ্যাটট্রিক শিরোপায় চোখ ফেদেরারের। নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলেই জানালেন সুইস কিংবদন্তি, ‘ব্যক্তিগতভাবে আমি সব ধরনের ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে পারি। মূল কথা হচ্ছে, ৬-৬ থাকার সময় যে কারোরই ম্যাচটি জেতার সম্ভাবনা থাকে। সে কারণেই কিভাবে ম্যাচটি শেষ হলো সেটা আমার কাছে জরুরী নয়।’
২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী অ্যাঞ্জেলিক কারবারের কাছে নতুন নিয়ম অপেক্ষাকৃত সহজ মনে হয়েছে। এই প্রসঙ্গে জার্মান তারকা বলেন, ‘আমি সবসময়ই শারিরীক ম্যাচ পছন্দ করি। অস্ট্রেলিয়ায় খেলতে এলে অবশ্যই তাকে ফিট থাকতে হবে। এখানকার আবহাওয়া, কন্ডিশন সত্যিই কঠিন, প্রচন্ড গরমের সঙ্গে খেলতে প্রস্তুত থাকতে হবে। আমি এখনও জানিনা, নতুন নিয়ম আমার পছন্দ হবে কি না। তবে এটি সহজ হবে। কারণ, আপনি শক্তি বাঁচিয়ে রাখতে পারবেন।’