নতুন থানা হচ্ছে দক্ষিণ রাঙ্গুনিয়া

353

রাঙ্গুনিয়ায় ‘দক্ষিণ রাঙ্গুনিয়া’ নামে আলাদা নতুন থানা হচ্ছে। গত সোমবার ২১ অক্টোবর সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে। নিকার বৈঠকে রাঙ্গুনিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাতটি থানা স্থাপন করতে অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়াকে বিভক্ত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ বলেন, রাঙ্গুনিয়ার চার ইউনিয়নকে নিয়ে দুই বছর আগে আলাদা থানা গঠনের উদ্যোগ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রশাসনিক প্রক্রিয়া শেষে নিকার সভায় থানা স্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়। রাঙ্গুনিয়া প্রতিনিধি