নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় মরিনহো

55

প্রথমবারের মতো জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন হোসে মরিনহো। গত বছর ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্তের পর এখন পর্যন্ত কোন ক্লাব বা জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেননি পর্তুগীজ এই কোচ। যদিও এই সময়ের মধ্যে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ক্লাবের পক্ষ থেকে মরিনহোকে প্রস্তাবের ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু কোচিং ক্যারিয়ারে এই প্রথম কোন জাতীয় দলের সাথে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করেছেন মরিনহো।
এ সম্পর্কে স¤প্রতি তিনি গণমাধ্যমে বলেছেন, ‘নতুন একটি চ্যালেঞ্জের জন্য অপেক্ষায় আছি। হতে পারে সেটা বিশ্বকাপ কিংবা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। দীর্ঘদিন ধরেই এই ধরনের একটি অভিজ্ঞতা সঞ্চয়ের ইচ্ছা ছিল।

এই মুহূর্তে ক্লাবের থেকে জাতীয় দলের প্রতি আগ্রহটা বেড়েছে। তবে দলটি যে পর্তুগালই হতে হবে তা নয়।’