নতুন করে সংক্রমণ বাড়ছে চীনে

15

চীনে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। একদিনেই দেশটিতে নতুন করে আরও ৬১ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটির উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে নতুন করে ৪১ জন করোনা রোগীকে শনাক্ত করা গেছে।
এদিকে, উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং এবং জিলিন প্রদেশে আরও ১৬ জনের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে। এদিকে, অন্যদেশ থেকে চীনে ভ্রমণ করতে এসেছেন এমন আরও চারজনের দেহে করোনা শনাক্ত করা গেছে। তবে দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়লেও নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১৩টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।