নতুন আইএসআই প্রধান নিয়োগ দিচ্ছেন ইমরান খান

2

 

পাকিস্তানের নতুন ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান নিয়োগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনদিনের রাষ্ট্রীয় সফর সৌদি আরবে যাওয়ার আগেই নিয়োগ দেওয়া হবে। একাধিক সূত্র জানায়, এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত কর্মকর্তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুম। তিনি বর্তমানে করাচির কর্পস কমান্ডার পদে দায়িত্বে আছেন। বুধবার প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন এই সামরিক কর্মকর্তা। তার আগে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গেও দেখা করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, আইএসআই প্রধানকে নিয়োগে সম্ভবত শুক্রবারই একটি বিজ্ঞপ্তি জারি হতে পারে। আগামী ২৩ অক্টোবর শনিবার সৌদি আরবে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান। গত সপ্তাহে পাকিস্তানের সামরিক শাখা আইএসপিআর ঘোষণা দেয়, লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আঞ্জুমকে নতুন আইএসআই প্রধান করা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে তাকে ডিজি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য নাম ঘোষণাও করা হয়।