নজির প্রিন্টিংকে ৫ লাখ টাকা জরিমানা

47

কালামিয়া বাজার এলাকায় একটি নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার শুনানি শেষে নজির প্রিন্টিং নামের এ প্রতিষ্ঠানটিকে পলিথিন তৈরির অভিযোগে জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, কালামিয়া বাজার এলাকার নজির প্রিন্টিংকে নিষিদ্ধ পলিথিন তৈরির অভিযোগে মঙ্গলবার শুনানিতে ডাকা হয়েছিল। শুনানি শেষে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে সোমবার প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ২টন পলিথিন জন্দ করে করা হয়।