নজিবুল্লাহ হিরুর সাথে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের মতবিনিময়

94

গত ৪ মার্চ সকালে নগরীর পতেঙ্গাস্থ বোটক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাজী মো. নজীবুল্লাহ হিরু’র সাথে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদর মতবিনিময় হয়। মতবিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদ্্যাপন সহ নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাজী মো. নজীবুল্লাহ হিরু দেশে শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন বিদ্যমান বলে অভিমত ব্যক্ত করে বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসন ও ন্যায় বিচারের পাশাপাশি দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়ন করছে। তিনি বলেন, সাধারণ মানুষ বর্তমান সরকারের শাসন আমলে পেট ভরে ভাত খেতে পারছে ফলে দেশ ধীরে ধীরে ক্ষুধা-দারিদ্র মুক্তির পথে হাটছে। জনাব হিরু বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সৃজনশীল ও বাস্তবমুখী কর্মকান্ডের প্রশংসা করেন। মতবিনিময়ে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম সংগঠনের নানামুখি কর্মকান্ড ও মুজিববর্ষের কর্মসূচি তুলে ধরেন। এ সময় বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার কাউন্সিলের সদস্যবৃন্দ ছাড়া বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সদস্য মোহাম্মদ আলী, আবদুল্লাহ আল মামুন, মো: তারেক, কামাল উদ্দিন, নূর আহমদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।