নগরে চ্যানেল আই এর মাদকবিরোধী সমাবেশ

30

চ্যানেল আই এর মাদকবিরোধী মহাসমাবেশে বক্তারা মরণঘাতি ভয়াবহ নেশা নির্র্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি সন্তানদের বিষয়ে পরিবারের কর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেছেন। ২১ বছরে পদার্পণে চট্টগ্রাম অফিসের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডিসি হিলে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত হয় মাদকবিরোধী কবিগানের আসর। চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্বাগত বক্তব্য দেন চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ। বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন, চ্যানেল আই দর্শক ফোরামের সদস্য জাহেদুর রহমান সোহেল, সুমন দেবনাথ, মোহাম্মদ এনাম, চ্যানেল আই কো অর্ডিনেটর মোহাম্মদ আমিন, বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হাসান প্রমুখ। সমাবেশে মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী ৩০জন শিশু শিল্পীকে প্রাইজবন্ড ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
প্রথম পর্বে কবিয়াল মো. ইউসূফ ও নিরঞ্জন ঘোষ তাদের দল নিয়ে কবিগানের মাধ্যমে মাদকের আগ্রাসন ও কুফল তুলে ধরেন। এ সমাবেশে প্রাপণ একাডেমি, সঞ্চারী নৃত্যকলা একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন এবং শিল্পী শিমুল শীল, আহসান হাবিবুল আলম, নাজমা সুইটি, রাইসা খান, রূপা রোজরিয়ান, জয় বড়–য়া, প্রিতম ও সাইমা সঙ্গীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি