নগরে ওয়ানগালা উদ্যাপন

32

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্টপ্লাসিড স্কুল প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে শুক্রবার উদ্যাপিত হয়েছে গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান ‘ওয়ানগালা’। উৎসবে সহস্রাধিক গারো নর-নারীর সমাগম ঘটে। শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শহুরে জীবনের কর্মব্যস্ততার ফাঁকে দিনভর তারা নিজেদের মতো করে আনন্দে মেতে ছিলেন। দিনব্যাপী প্রার্থনা, আলোচনা, নাচ-গানে উৎসব উদ্যাপন করেন চট্টগ্রামে বসবাসরত গারো সম্প্রদায়। দা গারোস ইন চিটাগাং এর ব্যানারে গত ১৩ বছর যাবৎ পাথরঘাটা গির্জা প্রাঙ্গণে পালিত হয়ে আসছে এই ওয়ানগালা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্চ বিশপ মোজেস এম কস্তা সিএসসি। বিশপের উপস্থিতিতে ২০২০ সালের জন্য নিযুক্ত নকমা (গারো প্রধান) পিটার ফিলিক্স মানকিনকে মুকুট পরিয়ে বরণ করে নেন ২০১৯ সালের নকমা প্রবাল দিও।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাদার বনিফাস সুব্রত টলেন্টিনো সিএসসি । অতিথি ছিলেন ফাদার লেনার্ড সি রিবেইরো, ফাদার পঙ্কজ পেরেইরা, দৈনিক পূর্বদেশ এর ডেপুটি এডিটর মো. জিয়াউল হক, সেন্ট প্লাসিড স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ব্রাদার সুব্রত লিও রোজারিও সিএসসি এবং ব্রাদার ফ্লাভিয়ান কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ ব্রাদার হেমলেট ঘোষাল। এছাড়া আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি