নগরে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গণসংযোগ

100

চট্টগ্রাম-১১ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, মুসলিম অধ্যুাষিত এলাকায় পবিত্র ইসলাম ধর্মে সংখ্যালঘুদের সর্বোচ্চ মর্যাদা প্রদানের ঘোষণা রয়েছে। সংখ্যালঘুদের ইজ্জত-আব্রু তথা জান-মালের সুরক্ষায় ইসলাম ধর্মে যে কঠোর নির্দেশনা রয়েছে, তা অন্য কোথাও দৃশ্যমান হয়না। সকল ধর্মের মানুষের পারস্পরিক সহাবস্থান এর এ কালজয়ী দৃষ্টান্ত একমাত্র ইসলামেই বিদ্যমান। এমনকি সংখ্যালঘুদের সর্বপ্রকার বৈধ অধিকার ভোগ করার ক্ষেত্রে কোনপ্রকার অবাঞ্চিত পক্ষপাতদুষ্টতা ইসলাম স্বীকৃত নয়। এক্ষেত্রে ইসলাম ধর্ম বরাবরই জিরো টলারেন্স নীতি অবলম্বনেই বিশ্বাসী। তাই নির্বাচিত হলে অত্র নির্বাচনী এলাকায় বসবাসরত ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে বলে অঙ্গিকার ব্যক্ত করে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে চেয়ার প্রতীকে ভোট প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।
গত ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আল­ামা জয়নুল আবেদীন জুবাইর ৪০-৪১ নম্বর ওয়ার্ড এর বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগকালে উপরোক্ত মন্তব্য করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল­ামা এস এম ফরিদ উদ্দীন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এইচ এম মুজিবুল হক শুক্কুর, মাওলানা ছালেহ আহমদ আনসারী, এম আলম রাজু, মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, মাওলানা মহিউদ্দীন তাহেরী, মাওলানা নুরুজ্জামান, সচিব মাওলানা হাসমত আলী তাহেরী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মাওলানা আবদুর রহিম, মোহাম্মদ সাদেক হোসেন, হাফেজ মাওলানা আবু তাহের, মোহাম্মদ দিদারুল আলম, মাওলানা লিয়াকত আলী, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ মহিউদ্দীন প্রমুখ।

নওফেলের পক্ষে
জাতীয় মহিলা শ্রমিক
লীগের প্রচারণা

জামালখান ও আন্দরকিল্লা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) সংসদীয় আসনের প্রার্থী এর পক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় মহিলা শ্রমিক লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় একাদশ নির্বাচন উপলক্ষে এক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় মহিলা শ্রমিক লীগের সভাপতি নাসরিন আকতার নাহিদা, সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, সহ-সভাপতি জাহছিয়ার নূর রুজি, ডা. সেলিনা আকতার, নাজমিন আকতার রুবি, সাজেদা বেগম, আমেনা বেগম, বিউটি আরা বেগম, রহিমা বেগম, চামেলী, শ্যামলী, শিরিন আকতার, শারমীন আকতার, আদিলাহ্ চৌধুরী, নাজমা বেগম, মনোয়ারা শিল্পী, পপি, নিশাদ, লাকী প্রমুখ। বিজ্ঞপ্তি

ধর্মসভায় বক্তারা
উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বক্তারা। গত বুধবার ৩৯ তম বার্ষিক গীতা জয়ন্তী মহোৎসব ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের মহতি ধর্মসভায় বক্তারা এমন আহবান জানান। কুয়াইশ চান্দগাঁও শ্রী শ্রী রক্ষাকালী বাড়ী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ সাইফু। প্রধান বক্তা ছিলেন বিজিএমইএ-এর সাবেক পরিচালক ও ওয়েল গ্রæপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।
পরিচালনা পরিষদের সভাপতি সত্যব্রত দেওয়ানজীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক দীপংকর ভট্টাচার্য্য, শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসব সমন্বয়ক ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য দেবাশীষ আচার্য্য। এসময় উপস্থিত ছিলেন রক্ষা কালীবাড়ি পরিচালনা পরিষদের সাবেক সভাপতি বিদ্যুৎ আচার্য্য ও সাধারণ সম্পাদক বাদল আচার্য্য, কুয়াইশ দুর্গাবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাধন ধর, অ্যাডভোকেট শুভংকর ভট্টাচার্য্য, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শৈবাল আচার্য্য, ছোটন বিশ্বাস, রাজীব আচার্য্য, প্রকৌশলী পান্থনু আচার্য্য, অ্যাডভোকেট সুমিত আচার্য্য, সাগর ধর, অমিত আচার্য্য, শাওন ধর, জেকি ধর, রাসেল ধর, সুদ্বীপ শর্মা, সুমন দাশ, সৈকত ধর, জয় আচার্য্য প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অরূপ আচার্য্য।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুদ্দীন খালেদ সাইফু বলেন, ‘বর্তমানে চান্দগাঁও এলাকায় যত উন্নয়ন হয়েছে তা কেবল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার থাকার কারণেই সম্ভব হয়েছে।
প্রধান বক্তার বক্তব্যে সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশ খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, গ্যাস, পানি, ডিজিটাল প্রযুক্তিসহ প্রতিটি সেক্টরে অগ্রগতি হয়েছে। অনুষ্ঠানে গান, নাচসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়াদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি